উত্তর ২৪ পরগনায় বারাসাতের দত্তপুকুর, বিড়া অঞ্চলে মাটির বিভিন্ন কাজ করেন বহু মানুষ। মূর্তি তৈরি করার পাশাপাশি সারা বছরই ঘর সাজাবার বিভিন্ন জিনিষ তৈরি হয় এখানে। দীপাবলীর সময় প্রচুর প্রদীপ তৈরি করেন এখানকার মৃৎশিল্পীরা। এছাড়াও প্রচুর ঘর সাজাবার জিনিস তৈরি করেন এরা। বেশ কিছু মাটির ঘর, কারুকার্য করা কফি মগ,বিভিন্ন ধরনের ফুলদানি, অ্যাশট্রে, ধূপ দানি, মোমদানি তৈরি হয় এই অঞ্চলে।
তবে প্রচুর দেবদেবীর মূর্তি এখানে তৈরি হয়। আশেপাশের অঞ্চলের দূর্গা পূজো কালী পূজো বা বাড়ির লক্ষীপূজো সবক্ষেত্রেই মূর্তি তৈরিতে ডাক পড়ে পালপাড়ার মৃৎশিল্পীদের। বিশাল এলাকা জুড়ে এই কর্মযজ্ঞ চলে।
প্রচুর মানুষ অর্থনৈতিক ভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। যশোহর রোডের (জাতীয় সড়ক ৩৫) ধারে এই মৃৎশিল্পীদের বসবাস। এখান থেকেই মাটির তৈরি সামগ্রী নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায় আবার অনেক ফেরিওয়ালা আশেপাশের অঞ্চলে বিক্রি করেন । মূলত ঘর সাজাবার জিনিস সারাবছর বেশি বিক্রি হয়। তবে বিভিন্ন পূজোয় মূর্তির চাহিদাও এখানে কম নয়।
প্রচুর মানুষ অর্থনৈতিক ভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। যশোহর রোডের (জাতীয় সড়ক ৩৫) ধারে এই মৃৎশিল্পীদের বসবাস। এখান থেকেই মাটির তৈরি সামগ্রী নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায় আবার অনেক ফেরিওয়ালা আশেপাশের অঞ্চলে বিক্রি করেন । মূলত ঘর সাজাবার জিনিস সারাবছর বেশি বিক্রি হয়। তবে বিভিন্ন পূজোয় মূর্তির চাহিদাও এখানে কম নয়।
No comments:
Post a Comment